প্রকাশিত: Mon, Feb 13, 2023 2:30 PM আপডেট: Mon, Jan 26, 2026 10:29 AM
রাষ্ট্রপতি পদে শেখ হাসিনার চমক দুশ্চিন্তায় কিছু মন্ত্রী-এমপি
আসাদুজ্জামান সম্রাট: রাষ্ট্রপতি পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ‘চমক’ আওয়ামী লীগের সংসদ সদস্যদের জন্য ‘আতঙ্ক’ হিসেবে দেখা দিয়েছে। অনেক মন্ত্রী ও সংসদ সদস্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভবিষ্যত ভেবে চিন্তিত হয়ে পড়েছেন।
সবার চিন্তা-ভাবনার বাইরে ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা মো. সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচে’ বড় ‘চমক’। রাষ্ট্রপতি পদে সাবেক অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ অর্ধডজন নেতার নাম আলোচনায় থাকলেও রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সকল হিসেবের বাইরে।
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছিল। উক্ত সভায় দলীয় প্রধানকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়ার একক ক্ষমতা প্রদান করে সংসদীয় দল। ৫ দিনের মাথায় আলোচনার বাইরে থাকা ছাত্রলীগের সাবেক নেতা, পঁচাত্তরের পট পরিবর্তনের পর জেল-জুলুম ও অত্যাচারের শিকার; সাবেক জেলা জজ এবং দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুকে দলীয় মনোনয়ন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের প্রতি ত্যাগ, আনুগত্য ও যোগ্যতার কোন নিরিখেই এই মনোনয়ন নিয়ে দলের মধ্যে কোন প্রশ্ন ওঠেনি।
আওয়ামী লীগের সংসদীয় দলের ওইদিনের সভায় দলীয় নেত্রী শেখ হাসিনা সকল সংসদ সদস্যদের সতর্ক করে বলেন, আসন্ন নির্বাচনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই। এর আগে গত ১২ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি পরিস্কারভাবে বলে দিয়েছিলেন যে, এলাকাভিত্তিক জরিপ চলছে। যার জনপ্রিয়তা নেই তাকে মনোনয়ন দেওয়া হবে না। এর আগে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এমন হুঁশিয়ারীর পরেও অনেক সংসদ সদস্য দলীয় মনোনয়ন পেয়েছিলেন। রাষ্ট্রপতি পদে চমকের পর মন্ত্রী ও সংসদ সদস্যদের অনেকেই ‘আতঙ্কিত’ হয়ে পড়েছেন।
বর্তমান সরকারের অনেক
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইতিমধ্যেই নিজ নিজ নির্বাচনী এলাকায় নানাভাবে বিতর্কিত হয়ে পড়েছেন। কোন কোন সংসদ সদস্য দলের মধ্যে উপ-দল গঠন করে এলাকা পরিচালনা করছেন। স্থানীয় সরকার নির্বাচনে শেখ হাসিনার ঘোষিত প্রার্থীর বিরুদ্ধাচারণ করেছেন। নিজেই বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন। কারো বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এসব মন্ত্রী-এমপিদের একটি বড়ো তালিকা নিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের এক নেতা ও মন্ত্রিপরিষদের সদস্য এ প্রতিবেদককে বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নের মতো আসন্ন নির্বাচনের মনোনয়নেও চমক থাকতে পারে। বিতর্কিতদের বাদ দিয়ে দলের জন্য নিবেদিত এবং স্থানীয়ভাবে ভালো ইমেজ রয়েছে এমন প্রার্থীদেরকে দলীয় মনোনয়ন দেওয়া হতে পারে। আগামী নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী কারো মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিবেন না বলে মনে করেন তিনি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট